NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রায় দুই বছর বিরতির পর এবার ঈদে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। ভক্ত ও বিশ্লেষকদের প্রত্যাশা ছিল, এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে। অনুমান করা হয়েছিল যে, প্রথম দিনে ছবিটি ৪০ থেকে ৪৫ কোটি টাকা আয় করতে পারে। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই সিনেমা।

ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে ভারতে ‘সিকান্দার’ মাত্র ২৬ কোটি টাকা আয় করেছে। নির্মাতারা দাবি করেছেন, রবিবার বিশ্বব্যাপী ছবিটির আয় ৫৪ কোটি টাকা। তবে, বিশ্বব্যাপী মোট আয়ের সঠিক হিসাব এখনও প্রকাশিত হয়নি।

শুরুতে পিছিয়ে পড়লেও, সোমবার ঈদের ছুটির দিনে ছবিটির ব্যবসা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। তবে অনলাইনে পাইরেসির কারণে এর আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা জানিয়েছেন, রবিবার সকালে ছবিটি ফাঁস হয়ে গেছে। তিনি বলেন, “আজ সকালে সাত-আটজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, সিনেমাটি ফাঁস হয়েছে।”

সালমানের জন্য চ্যালেঞ্জ আরও বেড়েছে কারণ তিনি এখনও ভারতে কোনো ছবি দিয়ে ৫০০ কোটি টাকার ব্লকবাস্টার ব্যবসা করতে পারেননি। অথচ তার সমসাময়িক শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে হাজার কোটি টাকার ব্যবসা করেছেন। এছাড়া রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, সানি দেওলের ‘গদর ২’, ভিকি কৌশলের ‘ছাভা’ এবং ‘স্ত্রী ২’ও দেশীয় বক্স অফিসে ৫০০ কোটি টাকা অতিক্রম করেছে।

সালমানের সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে ‘সিকান্দার’ প্রথম দিনে বক্স অফিসে তেমন সাফল্য দেখাতে পারেনি। তার আগের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রথম দিনে ১৩.৫ কোটি এবং ‘রাধে’ ৪.৭৫ কোটি টাকা আয় করেছিল। তবে তার পুরোনো ছবিগুলো এর চেয়ে ভালো ব্যবসা করেছিল।