এবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই নামাজের আয়োজন করে। নামাজে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তার দাঁড়ানোর একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর আলোচনার জন্ম দেয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি ইমামের ঠিক পেছনে একটি আলাদা কাতারে দাঁড়িয়েছেন, যেখানে তার সঙ্গে আর কেউ ছিল না। এটিই আলোচনার সূচনা করে।

বিষয়টি নিয়ে তদন্তে নামে রিউমর স্ক্যানার। তারা একটি লাইভ ভিডিও পরীক্ষা করে জানতে পারে, আসিফ প্রথমে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সবাইকে দাঁড়াতে বলেন। তখন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী ইমামের ডান পাশে একটু পিছনে অবস্থান নেন। এরপর মাইকের মাধ্যমে প্রথম কাতার থেকে কাউকে ইমামের বাম পাশে দাঁড়ানোর জন্য বলা হয়। কয়েকজনের পরামর্শে আসিফ এগিয়ে এসে সেখানে দাঁড়ান।

ভিডিও পর্যালোচনায় স্পষ্ট হয় যে, আসিফ নিজে থেকে আলাদা কাতারে যাননি। ইমামের আহ্বান ও অন্যদের পরামর্শে তিনি সামনে এসে দাঁড়ান। এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারীর সঙ্গে কথা বলে রিউমর স্ক্যানার জানতে পারে, “ইমামের সঙ্গে বিকল্প ইমাম থাকবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশ খালি থাকে। পেছনে জায়গা না থাকায় সামনে আরেকজনের প্রয়োজন হয়। তখন প্রশাসকের অনুরোধে উপদেষ্টা সামনে আসেন।”

এদিন নামাজে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা, আর বিকল্প ইমাম ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী। এই ঘটনার মধ্য দিয়ে আলোচনার অবসান হয়েছে।

NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

Facebook Comments Box