বিষয়বস্তু
টলিউডে ফের একটি তারকা জুটির সংসারে ভাঙনের খবর। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী আইনি ভাবে বিচ্ছেদের পথে হাঁটলেন। এই খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পৃথা। শনিবার ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, “আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।”
ভালোবাসা থেকে বিচ্ছেদ
সুদীপ এবং পৃথার মধ্যে বয়সের পার্থক্য প্রায় ২৫ বছর। তবুও এই বয়সের ফারাক কখনোই তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। শোনা যায়, প্রেমের প্রথম পদক্ষেপটি এসেছিল পৃথার তরফ থেকে। নাচে পারদর্শী পৃথাকে একটি অনুষ্ঠানে প্রথম দেখেন সুদীপ। সেখান থেকে শুরু হয় তাদের পরিচয়, যা পরে প্রেম এবং বিয়েতে রূপ নেয়। ২০১৫ সালে তারা বিয়ে করেন এবং তাদের ঘরে একটি সন্তানও জন্ম নেয়। দুই সন্তান নিয়ে তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল।
সুদীপের প্রথম সংসার
এর আগে সুদীপ অভিনেত্রী দামিণী বসুকে বিয়ে করেছিলেন। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তানও হয়। কিন্তু ২০১৩ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। এর দুই বছর পর পৃথার সঙ্গে নতুন জীবন শুরু করেন সুদীপ।
কেন ভাঙল সংসার?
২০১৫ সালে বিয়ে এবং তারপর দশ বছর পূর্ণ হওয়ার আগেই এই দম্পতির সংসারে ফাটল ধরে। কিন্তু বিচ্ছেদের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি সুদীপ বা পৃথা কেউই। তাদের এই সিদ্ধান্ত অনুরাগীদের মনে অনেক প্রশ্ন তুলেছে। তবে পৃথার পোস্ট থেকে এটুকু স্পষ্ট যে, বিচ্ছেদের পরেও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রাখতে চান।

টলিউডের এই তারকা জুটির বিচ্ছেদের খবরে ভক্তরা হতাশ। বয়সের পার্থক্যকে অগ্রাহ্য করে যে সম্পর্ক শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে, সেই সম্পর্কের এমন পরিণতি কারোরই কাম্য ছিল না।
NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ।