শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ,রাত ১:২০ মিনিট

Entertainment Unlimited

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা, তামিম ইকবাল, জীবন-মৃত্যুর সংকটময় মুহূর্ত কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ মার্চ, ডিপিএল ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। শ্বাসকষ্ট ও অস্বস্তি অনুভব করার পর তিনি গাজীপুরের কেপিজে হাসপাতালে যান। সেখান থেকে মাঠে ফিরে আসলেও দ্বিতীয় দফায় মারাত্মক হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ২২ মিনিট সিপিআর এবং ৩টি ডিসি শক দেন, যার ফলে ধীরে ধীরে তামিম সাড়া দিতে শুরু করেন। এরপর তার এনজিওগ্রাম করে ব্লক হয়ে যাওয়া ধমনিতে স্টেন্ট বসানো হয়।

Tamim Iqubal

কেপিজে হাসপাতালে দুই দিন থাকার পর ২৬ মার্চ তামিমকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার, ২৭ মার্চ, তার সর্বশেষ অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার জানান, ইকো পরীক্ষায় তার হৃদপিণ্ডের গতি কিছুটা কম দেখা গেছে, তবে তার পরিস্থিতি স্থিতিশীল এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ক্রিকেটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৪ মাস পর কার্ডিয়াক বোর্ডের পর্যালোচনা লাগবে।

এভারকেয়ার হাসপাতালের একজন কর্মকর্তা জানান, তামিমের পাশে থাকা ফিজিওদের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণেই তিনি এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যই চিকিৎসকরা সময়মতো জীবন রক্ষাকারী ব্যবস্থা নিতে পেরেছেন।

তামিমের দ্রুত সুস্থতা কামনায় তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন সবার অপেক্ষা, চার মাস পর চিকিৎসকদের সিদ্ধান্তে জানা যাবে তিনি আবার ক্রিকেট মাঠে ফিরতে পারবেন কি না।

NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।