পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (৩১ মার্চ) ঈদ পালিত হবে। একইভাবে, ভারতেও ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশেও শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে গালফ নিউজ। এ কারণে দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
অন্য দেশগুলোর ঈদ উদযাপনের তারিখ
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একাধিক দেশও ৩১ মার্চ ঈদ উদযাপন করবে। ইতোমধ্যে ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, তাদের দেশে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর পালিত হবে।
অস্ট্রেলিয়া ছিল প্রথম দেশ, যারা আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ৩১ মার্চ সেখানে ঈদ উদযাপিত হবে।
কেন ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হচ্ছে?
মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিদ্যা সংস্থার তথ্যমতে, ২৯ মার্চ (২৯ রমজান) বিশ্বের বেশিরভাগ অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব হয়নি। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, এই দিনে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চাঁদের সংযোগ ঘটবে, ফলে খালি চোখে বা টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা সম্ভব হয়নি।
এই কারণে চাঁদ দেখার ওপর নির্ভরশীল দেশগুলোতে রমজান ৩০ দিন পূর্ণ হবে, এবং ঈদুল ফিতর ৩১ মার্চ পালিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও একই সিদ্ধান্ত নিয়েছে।