NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
Divya-dutta

বলিউডের খ্যাতনামা অভিনেত্রী দিব্যা দত্ত নিজের অভিনয় দক্ষতা দিয়ে বহু দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘বীর-জারা’, ‘আজা নাচলে’, ‘দিল্লি-৬’ বা ‘বাঘি ২’-এর মতো ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেও তিনি আলাদা করে নজর কেড়েছেন। দিব্যা দত্তের ভক্তরা তাকে ভালোবাসেন তার স্বচ্ছ, সাবলীল অভিনয়ের জন্য, তবে সম্প্রতি তিনি শেয়ার করেছেন এমন একটি মজার ঘটনা যা আরও একবার তার সরলতা ও বাস্তব জীবনের একটি রঙিন দিক তুলে ধরেছে।

এক সাক্ষাৎকারে দিব্যা দত্ত জানান, ছোটবেলায় তার পড়াশোনার অভ্যাস ছিল একটু আলসেমি ভরা। তিনি বলছিলেন, “আমি শুয়ে শুয়ে পড়তে ভালোবাসতাম। কিন্তু মায়ের সমস্যা ছিল এই অভ্যাস নিয়ে। কারণ, পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম!” এমনটা হতেই থাকায় একদিন তার মা তাকে বলেন, পড়াশোনায় মন দিতে হলে সোজা হয়ে বসে পড়তে হবে। আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত, কিন্তু কার্যকরী অধ্যায়!

মজার ছলে দিব্যা তার মাকে বলেন, “তাহলে আমাকে একটা চেয়ার-টেবিল বাথরুমেই দিয়ে দাও। কারণ ওখানে তো আর শুয়ে পড়ার সুযোগ নেই!” দিব্যার এই কথা শুনেই মা আর দেরি করেননি। সত্যিই বাথরুমেই একটা ছোট চেয়ার-টেবিল বসিয়ে দিলেন!

এভাবেই শুরু হয় দিব্যার ‘বাথরুম স্টাডি রুম’। হাসতে হাসতে দিব্যা বলেন, “আমি তখন মনে করতাম এটা একটা শাস্তি। কিন্তু মজার ব্যাপার হলো, সেবার আমি ক্লাসে ফার্স্ট হয়েছি!” এখন অবশ্য তিনি সেই ঘটনাটিকে মজার একটি স্মৃতি হিসেবে মনে রাখেন এবং মাঝেমধ্যে তা মনে পড়লে হাসি থামাতে পারেন না।

এই ছোট্ট ঘটনাই প্রমাণ করে দেয় যে, পড়াশোনা আর অধ্যবসায় যেখানে হবে, সেটাই শ্রেষ্ঠ জায়গা হয়ে উঠতে পারে। দিব্যা দত্তের জীবনের এই অভিজ্ঞতা শুধু মজারই না, অনেকটা অনুপ্রেরণাও বটে। আজ যারা পড়াশোনার জায়গা নিয়ে অজুহাত খোঁজেন, তাদের জন্য এটা হতে পারে এক অসাধারণ বার্তা—ইচ্ছাশক্তি থাকলে বাথরুমও হতে পারে শ্রেষ্ঠ পড়ার জায়গা!

দিব্যা দত্তের এই অকপট স্বীকারোক্তি যেন আমাদের মনে করিয়ে দেয়, সাফল্যের পেছনে থাকে অসাধারণ কিছু গল্প। আর সেই গল্পগুলো শুধু তারকাদের মানুষ হিসেবে আরও কাছাকাছি নিয়ে আসে।

NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ।