বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী দেখতে গিয়েছিলেন প্রখ্যাত নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। সিনেমা শেষে বোর্ড থেকে বের হওয়ার সময় তাঁর গাড়ি আটকে দেন জনপ্রিয় অভিনেতা শাকিব খানের কিছু সমর্থক। এ সময় সমর্থকদের সঙ্গে কাজী হায়াতের কথা কাটাকাটি হয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাজী হায়াতের ছেলে, অভিনেতা কাজী মারুফ ফেসবুক লাইভে এসে এর প্রতিবাদ জানিয়েছেন। এবার এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেন আরেক অভিনেতা ওমর সানী।

ওমর সানী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “কাজী হায়াত একজন কিংবদন্তি। আমি তাঁর সঙ্গে কখনো কাজ না করলেও তাঁকে শ্রদ্ধা করি। তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমরা সবাই সম্মান নিয়ে বাঁচি। ক্ষমতা বা জোর কারও একার নয়।”
জানা গেছে, গত মঙ্গলবার কাজী হায়াত বোর্ডে সিনেমাটি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় শাকিব খানের সমর্থকরা তাঁর গাড়ির পথ আটকে দাঁড়ান। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে সমর্থকরা ‘শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে শুরু করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কাজী মারুফ।
এদিকে, ওমর সানী ফেসবুক লাইভে এসে শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “শাকিব, আমি ইচ্ছা করেই তোমাকে ফোন দিইনি। তুমি এ বিষয়টা দেখো।” এ ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।