ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশি আলোচনায় থাকেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। জীবনের নানা মুহূর্ত, ভ্রমণ, পারিবারিক আয়োজন—সবই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
এবার ছেলের জন্মদিনে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। মাহি লিখেছেন, “আব্বা, আমার কলিজার টুকরা, আমার জান! পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ তোমাকে দিক।”
তিনি আরও লেখেন, “কি দারুণ রহমতের দিনে তোমার জন্মদিন পড়লো! আলহামদুলিল্লাহ! শুভ জন্মদিন আমার চাঁন!” সাথে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ভক্তরাও শুভেচ্ছা জানাতে ভুল করেননি। একজন লিখেছেন, “অনেক বড় হও, ভালো মানুষ হও, শুভ জন্মদিন বাবা!” আরেকজন লিখেছেন, “শুভ জন্মদিন ফারিশ! অনেক দোয়া রইলো তোমার জন্য!”
NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।