NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
parvin_boby_photo

পারভিন মোহাম্মদ আলী খানজি ববি—যিনি বলিউডে পরিচিত ছিলেন পারভিন ববি নামে, ছিলেন ১৯৭০-এর দশকের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী। অমর আকবর অ্যান্থনি, সুহাগ, কালা পাত্থার ও শান-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন বলিউডের অনন্য এক তারকা।

তবে ১৯৮৩ সালে আচমকাই তিনি বলিউড থেকে হারিয়ে যান। কোথায় গেলেন, কী করছেন—তা কেউ জানত না। নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে—কেউ বলল, মাফিয়া*দের চাপে তিনি ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ বলল, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্বেচ্ছা নির্বাসনে চলে গেছেন।

parvin_boby_photo

সিনেমা ছেড়ে পারভিন ববি একান্তে জীবন যাপন শুরু করেন। সংগীত, পিয়ানো, স্থাপত্য ও চিত্রকলায় মনোনিবেশ করেন। মানবাধিকার নিয়েও কাজ করতেন। মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে একাকী থাকলেও জীবনযাত্রায় ছিল স্বচ্ছলতা। তবে, সময়ের সঙ্গে তার একাকীত্ব বেড়েছে, আর মানসিক ভারসাম্য নিয়ে নানা জল্পনা-কল্পনাও তাতে যোগ হয়েছে।

কিন্তু এই বলিউড ডিভার জীবনাবসান হলো এক মর্মান্তিক পরিণতিতে। টানা তিন দিন ধরে তার ফ্ল্যাটের দরজার সামনে সংবাদপত্র পড়ে থাকতে দেখে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ সন্দেহ করে। তারা পুলিশে খবর দিলে দরজা ভেঙে পারভিন ববির নিথর দেহ উদ্ধার করা হয়।

নাতদন্তে উঠে আসে এক নির্মম বাস্তবতা—তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, আর তার বাম পা গ্যাংগ্রিনে পচে গিয়েছিল। চিকিৎসার অভাবে সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়ে। অনুমান করা হয়, মৃত্যুর আগে ৭২ ঘণ্টারও বেশি সময় তিনি অনাহারে ছিলেন।

নানা ষন্ত্র ও রহস্যের গুঞ্জন উড়িয়ে দিয়ে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, পারভিন ববির মৃত্যু ছিল নিছকই শারীরিক অসুস্থতা, অপুষ্টি ও গ্যাংগ্রিনের পরিণতি। একসময় বলিউডের আকাশ আলো করে যিনি ঝলমল করতেন, তিনি নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে গিয়ে বিদায় নিলেন চিরতরে।

NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।