NG Videos News

Entertainment Unlimited

বৃহস্পতিবার ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বরবাদ

দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসেও শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা দেখার জন্য তৈরি হয়েছে জনস্রোত। ইতালির রোম শহরের একটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সিনেমা হলে ঢোকার জন্য দর্শকদের দীর্ঘ লাইনের ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি দেশের পাশাপাশি প্রবাসেও দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে। প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, “মুক্তির পর প্রতিটি শো হাউসফুল গেছে। অগ্রিম টিকিটেই সব আসন বুক হয়ে গেছে। এমনকি অনেক দর্শক দাঁড়িয়ে সিনেমা উপভোগ করেছেন।”

তিনি আরও জানান, মিলানে ছবিটি মুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও চলছে ‘বরবাদ’। বাংলা অধ্যুষিত এলাকার দর্শকদের চাপের কারণে সেখানে প্রতিদিন চারটি করে শো চালানো হচ্ছে।

এপ্রিল মাসেই ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দেশেও মুক্তির ২২ দিন পার হলেও সিনেমাটি এখনো ভালো চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, ‘বরবাদ’ এর ২০ দিনে গ্রস কালেকশন ছাড়িয়েছে ৫০ কোটি ৮২ লাখ টাকা।

NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ।