শাকিব খান ও কাজী মারুফ—দুজনই ঢালিউডের জনপ্রিয় মুখ। সম্প্রতি কাজী মারুফ এক ফেসবুক লাইভে নিজের বাবা, গুণী নির্মাতা কাজী হায়াতকে ঘিরে ঘটে যাওয়া এক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত শুরু হয় ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন নিয়ে। গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখতে গিয়েছিলেন কাজী হায়াত। কিন্তু বের হওয়ার সময় গেটে আটকে পড়েন শাকিব খানের ভক্তদের স্লোগানের মুখে—‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান।’ কাজী হায়াত তাদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এই ঘটনার পর কাজী মারুফ ফেসবুক লাইভে এসে বলেন, ‘বাবা বোর্ডের সদস্য হিসেবে যা করেছেন, তা সিনেমার ভালো এবং দেশের স্বার্থেই করেছেন। কিন্তু তার ওপর এমন প্রতিক্রিয়া ঠিক নয়।’ লাইভে তিনি আরও বলেন, ‘আমার মারুফেরও লোক আছে’—বাবার এই মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি আসলে বোঝাতে চেয়েছেন, আমিও একসময় জনপ্রিয় ছিলাম, দর্শক আমাকে চিনত।’

মারুফ মনে করেন, বর্তমান দর্শকদের সিনেমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। ‘এখনকার দর্শক গল্পপ্রধান সিনেমার চেয়ে মারামারি, সহিংসতাকে বেশি পছন্দ করে। এ কারণেই হয়তো আমার সিনেমাগুলো তাদের ভালো লাগবে না।’
নির্মাতাদের দায়িত্ববোধ নিয়েও কথা বলেন কাজী মারুফ। ‘সিনেমা শুধু অর্থের জন্য বানানো উচিত নয়। সেল্ফ সেন্সরশিপ থাকা দরকার। দুটো টাকার জন্য যা খুশি বানানো হলে, সেটা দেশের চলচ্চিত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না।’
এদিকে, ‘বরবাদ’ সিনেমাটি রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর কপি কি না, সেই প্রশ্নের জবাবও দেন তিনি। কাজী হায়াতের আগের সিনেমাগুলোতেও অশ্লীল ভাষার ব্যবহার নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশে মারুফ বলেন, ‘কাজী হায়াতের ‘‘ধর’’ সিনেমা যারা দেখেছেন, তারা বুঝবেন, সেটি সমাজের আয়না দেখিয়েছে। এমন সিনেমা বোঝার ক্ষমতা থাকলে মানুষ আরও নীতিবান হবে।’
শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে মারুফ বলেন, ‘আমার আর শাকিবের সম্পর্ক ভালো। কিন্তু অনেকে ইচ্ছে করেই এটাকে ন*ষ্ট করার চেষ্টা করছে। তবে এতে আমার কিছু যাবে আসবে না, বাবারও কিছু যাবে আসবে না। এমনকি শাকিবেরও কিছু যায় আসবে না।’
এদিন তিনি শাকিবের উদ্দেশেও বার্তা দেন, ‘শাকিব, ইচ্ছে করেই তোমাকে ফোন দিইনি। তুমি বিষয়টা দেখো।’
NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।