সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ,সন্ধ্যা ৬:২৬ মিনিট

Entertainment Unlimited

Shalini Pandey_শালিনী পাণ্ডে

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্ধকার দিক নিয়ে গত কয়েক মাসে অনেক অভিনেত্রী মুখ খুলেছেন। এবার নিজের জীবনের একটি ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী শালিনী পাণ্ডে।

‘অর্জুন রেড্ডি’ ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমায় পরিচিতি পাওয়া শালিনী সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো প্রজেক্টে কাজ করেছেন। এরই মধ্যে তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকের কিছু ঘটনা প্রকাশ করেছেন, যেখানে ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই রয়েছে।

চলচ্চিত্র জগতে শালিনী বিভিন্ন ধরনের মানুষের মুখোমুখি হয়েছেন। কেউ ছিলেন অত্যন্ত ভদ্র, আবার কেউ ভদ্রতার ছিটেফোঁটাও বোঝেন না। কিছু মানুষের কারণেই তিনি নিজের চারপাশে সীমারেখা টানতে শিখেছেন।

এমনই এক ঘটনার কথা তুলে ধরেছেন শালিনী। একজন দক্ষিণী পরিচালক তার অনুমতি ছাড়াই পোশাক বদলানোর সময় তার ভ্যানে ঢুকে পড়েছিলেন। শালিনী জানান, “আমি পোশাক বদলাচ্ছিলাম, আর ঠিক তখনই পরিচালক ভ্যানে ঢুকে পড়েন। দরজায় কড়া নাড়ার কথা তো দূর, কোনো ইঙ্গিতও দেননি!”

শালিনী পাণ্ডে

এই ঘটনায় শালিনী হতভম্ব হয়ে যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি ঢুকতেই আমি চিৎকার শুরু করি। আমি পুরোপুরি থতমত খেয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র ২২।”

পরিচালক চলে যাওয়ার পর কলাকুশলীরা শালিনীকে বলেছিলেন, তার চিৎকার করা ঠিক হয়নি। তবে শালিনী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। তিনি বলেছিলেন, “কারও জায়গায় ঢোকার আগে কড়া নাড়া সাধারণ সৌজন্যের অংশ।”

শালিনী পাণ্ডে কথায়,

আমি চিৎকার করেছিলাম বলে অনেকে ভেবেছিল আমি রাগী। কিন্তু আমি শুধু নিজেকে বাঁচাতে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম।

এই ঘটনার পর থেকে তিনি নিজের চারপাশে আরও সতর্কতার দেয়াল তুলেছেন।

NG Videos news এর সাথে থাকার জন্য ধন্যবাদ।