NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

NG Videos News

Entertainment Unlimited

বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
shiekh-sadi-pori-photo-ngvideosnews

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। সম্প্রতি শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিনোদন জগতে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন পরী, যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

পরী এর আগে প্রেম বা বিয়ের বিষয়ে সবসময় খোলামেলা ছিলেন, কখনো গোপন করার চেষ্টা করেননি। তবে এবার তিনি যেন একটু সতর্ক। প্রেমে পড়লেও প্রেমিকের নাম সামনে আনতে চাইছেন না। কিন্তু ইঙ্গিতে-ইশারায় ভালোবাসার কথা বলছেন তিনি। ফেসবুকে বিভিন্ন পোস্টেও ফুটে উঠছে তার মনের ভাব। এসব দেখে ভক্তরাও ব্যস্ত হয়ে পড়েছেন তার প্রেমিকের হদিস খুঁজতে।

পরীমণির শেয়ার করা ছবিতে দেখা যায়, তার মেহেদি রাঙানো হাতে ‘এস’ অক্ষর লেখা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ঈদ মোবারক পরী! জীবনের সেরা সময়ের জন্য ধৈর্য ধরা খুব জরুরি। আল্লাহর ওপর ভরসা।”

এই ছবি দেখে ভক্তদের ধারণা, ‘এস’ মানে শেখ সাদীর নামের প্রথম অক্ষর। সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে একজন ভক্ত লিখেছেন, “পরীমণি আর শেখ সাদী লুকিয়ে প্রেম করছে, কিন্তু বাঙালির চোখ এবার সব ধরে ফেলেছে।” আরেকজন মন্তব্য করেছেন, “সাদীর নামের প্রথম অক্ষর লিখে ছবি দিয়েছে, আমরা সব বুঝে গেছি।”